বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) পরবর্তী ছবি \'দ্য কাশ্মীর ফাইলসের\' (The Kashmir Files)কাজ চলছিল৷ এর আগে বিবেকের ‘তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এবার শ্যুটিং করতে গিয়ে ঘটল বিপত্তি। পেটে সংক্রমণের জেরে শুটিং সেটেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সেই অবস্থাতেও মিঠুন চক্রবর্তী শ্যুটিং বন্ধ করেননি। তাঁর নির্দিষ্ট অংশটি তিনি অভিনয় করে সেট ছেড়েছেন।